নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম হেরোইনসহ আব্দুল হালিম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রঘুনাথপুর গ্রামের মোফাজ্জলের ছেলে। ১৯ আগস্ট তাকে রঘুনাথপুর থেকে গ্রেফতার করে র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।
র্যাব জানায়, র্যব-৫ এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ১৯ আগস্ট রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রঘুনাথপুর গ্রামের মোঃ আব্দুল হালিমের বসত বাড়ীতে অভিযান চালিয়ে তাকে ৮০০ গ্রাম হেরোইনসহ আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে