নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ৪০০ গ্রাম হেরোইনসহ মজিবুর রহমান (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। আটক মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গড়ের মাঠ এলাকার মৃত সিরাজউদ্দিন ছেলের। আজ সোমবার রাতে উপজেলার বারুইপাড়া এলাকায় অভিযান চালিয়ে
তাকে আটক করা হয়। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখার আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোদাগাড়ী থানাধীন বারুইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মুজিবুরকে আটক করে। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমকে