গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ২৪৫ পিস ইয়াবাসহ নাজিম উদ্দীন সোহাগ (২৫) নামের এক যুবক কে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ আতাউর রহমান জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার গোপালপুরে অভিযান চালায়।
গোয়েন্দা পুলিশ জানতে পারে মাদক ব্যবসায়ী নাজিম উদ্দীন সোহাগ ইয়াবা কেনা বেচার উদ্দেশ্যে গোপালপুর মিষ্টির দোকানে অবস্থান করছে। এই সময় গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আতাউর রহমানের নেতৃত্বে একটি দল তাকে আকট করে। আটকের পর তার দেহ তল্লাসী চালিয়ে পরিহিত টাওজারের বাম পকেটে হতে দুটি প্যাকেটে ২৪৫ পিস ইয়াবা উদ্ধার করে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী নাজিম উদ্দীন সোহাগ বাসুদেবপুর গ্রামের আখের আলী তার মামা । সেই বাসা হতে সে মাদক ব্যবসায় চালিয়ে আসছে বলে গোয়েন্দা পুলিশ জানান।
পরে গোদাগাড়ী মডেল থানায় সোপার্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জেলা ডিবির ওসি আতাউর রহমান জানানখবর ২৪ঘণ্টা/ নই