গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ক্রেতা সেজে ইয়াবা ক্রয় করতে এসে হাতেনাতে ২০০ পিস ইয়াবাসহ বেলাল নামের ১ যুবককে আটক করেছে।
সে গোদাগাড়ী পৌরসভার মাজারগেট এলাকার শমসের মন্ডলের ছেলে।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিম জানায়, আটককৃত বেলাল একজন পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। আমার নেতৃত্বে একটি দল ছদ্দ বেশে ক্রেতা সেজে ইয়াবা ক্রয়ের কথা পাকাপোক্তা হয়। সেও নিজে ইয়াবা দিতে রাজি হলে বুধবার রাত ৯ টার দিকে গোদাগাড়ী দিলখোশ হোটেলের সামনে লেনদেনের সময় হাতেনাতে আটক করি। এই সময় সে চেঁচামেচি শুরু করিলে লোকজন জড় হলে তার প্যান্টের ডান পকেট হতে নীল পলেথিন হতে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে গোদাগাড়ী থানায় সোপার্দ করা হয়।
এদিকে আটককৃত বেলাল দাবি করে জোর করে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে জেলা ডিবির এসআই রেজাউল করিম জানান, এসব তার চালাকি কথা তার সাথে ইয়াবা ক্রয়ের জন্য কি কি কথা হয়েছে তার রেকডিংও আছে এসব গুজব তুলে লাভ নেই।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আতাউর রহমান বলেন ইয়াবসহ একজন আটকের কথা শুনেছি। আমি আরও ভাল করে জেনে সব কিছু বলবো বলে জানান।খবর ২৪ঘণ্টা/ নই