1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে হেলিকপ্টার বিদ্ধস্ত হয়ে অল্পের জন্য রক্ষা পেল ৬ যাত্রী - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

রাজশাহীতে হেলিকপ্টার বিদ্ধস্ত হয়ে অল্পের জন্য রক্ষা পেল ৬ যাত্রী

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহীর গোদাগাড়ীতে বৈরি আবহাওয়ায় উড়তে গিয়ে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের একটি হেলিকপ্টার বিদ্ধস্ত হয়ে অল্পের জন্য বেসরকারী টেলিভিশন চ্যানেল আই এর পরিচালক ফরিদুর রেজা সাগরসহ ৬ জন রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিটে গোদাগাড়ী পৌরসভার লালবাগ এলাকার একটি হেলিপ্যাডে এ ঘটে। তবে হতাতের কোন ঘটনা ঘটেনি। হেলিকপ্টারে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া, শিল্পী ফেরদৌস আরা, এবং হেলিকপ্টারের পাইলটসহ মোট ৬ জন ছিলেন। হেলিকপ্টারটি বিদ্ধস্ত হওয়ার সাথে সাথেই এলাকাবাসী সেটিকে দেখার জন্য ভিড় জমায়।

রাজশাহীর গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গোদাগাড়ী উপজেলা সদরের আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের একটি অনুষ্ঠান ছিল। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান দুপুরে শেষ হলে চ্যানেল আইয়ের এই দলটি ওই হেলিকপ্টারে করে ঢাকায় ফিরছিলেন। বৃষ্টি ও বাতাসের মধ্যে হেলিকপ্টারটি উড়তে গেলে পাইলট নিয়ন্ত্রণ হারান। পাইলট নিয়ন্ত্রণ হারালে হেলিকপ্টারটি মাটিতে পড়ে যায়। এতে কেউ গুরুতর আহত হননি। পাইলট ছাড়া বাকি সবাইকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পরে সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ফরিদুর রেজা সাগরসহ সবাই ঢাকায় ফিরে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত হেলিকপ্টারটি ঘটনাস্থলেই ছিল।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST