নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইন ও ৪৯৫ পিস ইয়াবাসহ জুয়েল রানা (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া এলাকার নাইমুল হকের ছেলে। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর
সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে ২০০ গ্রাম হেরোইন ও ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট একটি মোটরসাইকেলসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।