নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ১৩০ গ্রাম হেরোইনসহ মিঠুন আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার চড়নওসেরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। আজ রোববার বিকেলে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বগদামারী গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মিঠুনকে আটক করে। আটক হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এস/আর