নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ রতন আলী (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার কাকনহাট সোন্ডলপুর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে। আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রতন আলীকে ২২০ গ্রাম হেরোইনসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে