রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় দু’জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। আজ শনিবার (৮ মে) সকাল ১০ টার দিকে গোদাগাড়ী শহীদ ফিরোজ চত্ত্বরে বিদ্যু্ৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী গোদাগাড়াী থানার ওসি খলিলুর রহমান জানান, আজ শনিবার সকাল দশটার দিকে একটি ট্রাকআনমুরা থেকে গোদাগাদীর দিকে যাচ্ছিলো। পথে ট্রাকটি বিদ্যু্ৎ অফিসের সামনে পৌঁছালে দুর্ঘটনায় ২ পথচারী ও ৭ জন আহত হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এখনো নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি তা উদ্ধারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস/আর