নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে আফিয়া নামের আহত আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৬ জনের মৃত্যু হলো। ওই শিশু গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের রমজান আলীর মেয়ে।
উল্লেখ্য, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাদিপুর এলাকায় বিয়ে বাড়িয়ে দাওয়াত খেতে যাওয়ার সময় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে ৩ জন ও রামেক হাসপাতালে দু’জনের মৃত্যু হয়। বিকেলে আরো এক শিশুর মৃত্যু হয়। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।