গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কে ঢাকা কোচের চাকায় পিষ্ট হয়ে লোকমান (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার সিএনবি নামক জায়গায় এই দূর্ঘটনা ঘটে। সে মাদারপুর খড়বোনা গ্রামের মৃত এনতাজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূতে জানাযায়, নিহত লোকমান বাসা জমির ক্ষেতে যাওয়ার জন্য বের হয়ে সাইকলে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলো। এই সময় চাঁপাই নবাবগঞ্জ হতে ছেড়া আসা ঢাকার কোচ গ্রামীণ ট্রাভেলস ঢাকা মেট্র ব-১৫২২৫২ লোকমান কে চাপা দেয়। এতে তার ব্যবহৃত সাইকেল টি দমড়ে মুচড়ে যায়। স্থানীয়র দ্রুত উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঘটনা স্থ’লে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার হতে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
খবর ২৪ঘণ্টা/ জেএন