গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে রাস্তা পারাপারের সময় লালু (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।সে গোদাগাড়ী বাইপাস রেলগেট এলাকার মৃত বেলাল উদ্দীনের ছেলে।
জানসযায়, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে সে নিজ বাড়ী হতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলো। রেলগেট মোড়ে মহাসড়ক পার হতে গেলে একটি ট্টাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে সে ঘটনা স্থলেই মারা যায়। ট্রাকটিও পাশে উল্টে যায়।
পরে নিহতের লাশ স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায়।গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।