নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোদাগাড়ীতে যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ীর) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান, সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবলীগ সহ-সভাপতি ও তানোর-গোদাগাড়ীর দ্বায়িত্ব প্রাপ্ত নেতা মোজাহিদ হোসেন মানিক,জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক তানোর-গোদাগাড়ীর দায়িত্ব প্রাপ্ত নেতা ওয়াসিম রেজা লিটন। এ ছাড়াও এসময়
অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ- সাংগঠনিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক যুগ্ম আহবায়ক শরিফ তুহিন জেলা যুবলীগ সহ- সাংগঠনিক বিষয়ক সম্পাদক সেলিম জাহাঙ্গীর, গোদাগাড়ী উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শফিকুল সরকার,কাকন হাট পৌরসভার মেয়র আব্দুল মজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আলী আজম সেন্টু।
খবর ২৪ ঘণ্টা/এমকে