নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণের উদ্যোগে বাজার অভিযান পরিচালনা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব অপূর্ব অধিকারী এর নেতৃত্বে গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া বাজার এলাকায় বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১
মোতাবেক ফ্রেশ এন্ড ফেয়ারকে ৫ হাজার টাকা ও একই এলাকায় বিভিন্ন মেয়াদোত্তীর্ণ হোমিও ঔষধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ মোতাবেক সৌদ হোমিও ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদেরকে ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত সম্ভাব্য ক্রেতা-ভোক্তা ও মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। অভিযানে সহায়তা দেন রাজশাহী জেলা ক্যাব প্রতিনিধি ও গোদাগাড়ী থানা পুলিশের একটি দল।
খবর ২৪ ঘণ্টা/আর