নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যু ও অপর এক কিশোরী আহত হয়েছে । নিহতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গাঙ্গ বাড়ি গ্রামের শাহ আলমের স্ত্রী নাসিমা (৪৫) ও তার ছেলে মাসুদ (২৪)। আহত কিশোরীর নাম জান্নাতুন (১২)। আজ বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে আজ বিকেল পাঁচটার দিকে গোদাগাড়ী উপজেলার জোড়া বটতলা এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় তারা তিনজন আহত হয়।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহীর গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে জোটাা বটতলা এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির মিনি ট্রাক তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে নিহত নাসিমা বেগম তার ছেলে মাসুদ ও সাথে থাকা কিশোরী জান্নাাতুন
গুরুুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মাসুদ ও পরে তার মা নাসিমা বেগম মারা যান। তবে আহত কিশোরী এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরে লাশ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ পর্যন্ত থানায় কেউ অভিযোগ করে। অভিযোগ করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর