নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্ক এলাকার আদিবাসী পাড়ার পাশের জমি থেকে মতি (৪০) নামের এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে তা জানা যায়নি। এ তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে
থানায় নিয়ে যায়। পরে তার পরিচয় পাওয়া যায়। তার বুকের বাম পাশে গুলি লাগার চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে তা জানা যায়নি। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, কারা তাকে মেরে ফেলেছে তা জানা যায়নি। মামলা হবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার নামে ১/২টি মাদকের মামলা থাকতে পারে।
খবর ২৪ ঘণ্টা/আর