নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। সেই সাথে মালিককে জরিমানা করা হয়েছে। র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি ১২ ফেব্রæয়ারি রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বালিয়াঘাট এলাকায় মুহাম্মদ ইমরানুল হক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গোদাগাড়ী রাজশাহী ও ওষুধ প্রশাসনের উপ-পরিচালক মির্জা আনোয়ারুল বাসেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোউত্তীর্ণ ঔষুধ মজুদ রেখে ক্রয় বিক্রয়ের অপরাধে মেসার্স তুবা ফার্মেসীর রবিউল
আউয়ালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন পাওয়ার হাউস এলাকায় মোহাম্মদ আশরাফুল হক, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ ও মাহমুদ হোসেন, সহকারী পরিচালক, ঔষুধ প্রশাসন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোউত্তীর্ণ ওষুধ মজুদ রেখে বিক্রির অপরাধে জীবন মেডিকেল ষ্টোরের এন্তাজ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আর/এস