গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ সানওয়ার হোসেন। সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, গোদাগাড়ী খাদ্য নিয়ন্ত্রক অফিসার শ্রী বিকাশ চন্দ্র, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল বাতেন, গোদাগাড়ী পৌর প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মোসাঃ ঝর্ণা খাতুন।