গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নির্বাচনী এলাকা গোদাগাড়ীতে গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার হাতনাবাদ, বাসুদেবপুর, সুইচগেট, গুলগফুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় বিপুল পরিমাণ নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। গণসংযোগের সময় দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন এবং এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার
বিকল্প নেই। তিনি তাঁর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তাকে বিজয়ী করার আহবান জানান নেতাকর্মীদে। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম সাওয়াল, সহসভাপতি ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম চৌধুরী, থানা যুবদলের সভাপতি মাহবুবুল ইসলাম ও ছাত্রদল সভাপতি হাসানুজ্জামান পাইলট প্রমূখ।
খবর ২৪ ঘন্টা/আর