রাজশাহী (গোদাগাড়ী) প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে দুইটি মহিষ নিহত হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার আমতলা হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, বুধবার দুপুরে বৃ্ষ্টির সাথে আকাশে প্রচন্ডভাবে মেঘ ডাকছিলো করে। ওই গ্রামের সাইফুদ্দীনের ছেলে মোঃ সিরাজুল ইসলামের বাড়ীর বাইরে পুকুর পাড়ে ৪ টি মহিষ ও ১ টি গরু বাঁধা ছিলো হঠাৎ করেই আকাশ হতে বজ্রপাত হলে সাথে সাথেই দুইটি মহিষ মারা যায়।
পরে বাড়ীর লোকজন জানতে পেরে অন্য মহিষ ও গরু সরিয়ে নেয় এবং পরে মহিষ দুটিকে মাটি দেওয়া হয়। মহিষ দুটির মূল্য দেড় লক্ষটাকা বলে সিরাজুল ইসলাম জানান।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।