গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে বাবলু হক (৫০) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। সে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের জোত জয়রামপুর গ্রামের নাজমুল হকের ছেলে।
জানাযায়, সোমবার সকালে মাঠে জমির ধান দেখতে গিয়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কালো আঁধার হয়ে যায় এরই মাঝে আকাশ হতে বজ্রপাত হলে ঘটনা স্থলেই মারা যায়।পরে বিষয়টি জানাজানি হলে মাঠ হতে তাকে উদ্ধার করে বাড়ী নিয়ে আসে।
এই ঘটনায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন অফিস হতে ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করেন।খবর২৪ঘণ্টা.কম/নজ