নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর ভাতিজিসহ ৭ জন নিহত হয়েছেন । এ ঘটনায় অন্তত ১৫/২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন তথ্য ও যোগাযোগ প্রডুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ভাতিজি খাদিজাতুল কোবরা কেয়া (৩০), তার মেয়ে রাইসা খাতুন (৬), ছেলে আহনাফ (৫), মাইক্রোচালক মো. পলক, উপজেলার আচুয়াভাটা কসাইপাড়া গ্রামের মাংস ব্যবসায়ী জসীম উদ্দিন (২২), খরেদপুর গ্রামের ইমদাদ হোসেন চান্দু (৫০) ও খুশবু তাজমীন (১৪)।
জানা গেছে, রোববার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী চাপালে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন উপজেলার ফরাদপুর গ্রামের এমাজউদ্দীনের ছেলে এমদাদ হেসেন চান্দু (৫০) ও দশম শ্রেণীর ছাত্র খুসবু তাজনীম।
এদিকে, বিকেলে মাটিকাটা ব্রিজের কাছে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মাইক্রো ও চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর সহকারী পরিচালক আলমগীর হোসেনের স্ত্রী কেয়া খাতুন (৩০), তার মেয়ে রায়সা খাতুন (৬) ও ছেলে আহানাফ (৫), ও পলক।
অপর দিকে রোববার ভোর সাড়ে ৫টার দিকে রেলগেট এলাকায় মালবাহী কার্গো নিয়ন্ত্রণ হারিয়ে মাংসের দোকানে ঢুকে গেলে ঘটনা স্থলে জসিম নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।