1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু, লাশ হস্তান্তর - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

গোদাগাড়ীতে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু, লাশ হস্তান্তর

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৯ মারচ, ২০১৮

গোদাগাড়ী প্রতিনিধি:

পুলিশ হেফাজতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাকহাট পৌর এলাকার দরগাপাড়া গ্রামের আবু বক্কর (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আবু বক্কর মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। গাঁজাসহ আটকের পর তিনি মারা যান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে গোদাগাড়ী থানার কাকনহাট পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ও কনেষ্টেবল আনোয়ার হোসেন ও পুলিশের সোর্স ফাইন নামের এক যুবক আবু বক্করের বাড়ীতে অভিযান চালায়। এসময় গাঁজাসহ তাক আটক করে মোটরসাইকেলে করে উঠিয়ে কাকনহাট পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যায়।

 

আবু বক্কর নিজে অসুস্থ হলে পুলিশকে জানালে এক রকম জোর করেই উঠিয়ে নিয়ে যায় বলে আবু বক্করের ফুফাতো ভাই মানসুর রহমান ও বকুল নামের এক স্থানীয় লোক জানাই।

 

পুলিশ তদন্তে কেন্দ্রে নিয়ে যাওয়ার পরই সে অসুস্থ হয়ে পড়ে এবং রাত সাড়ে ৮ টার দিকে মারা যায়। পরে গোদাগাড়ী ৩১ শষ্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

 

এই ঘটনায়  বুধবার রাতেই রাজশাহী জেলা ডিবির অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ নেওয়াজ, সিনিয়র সহকারি পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল মোঃ একরামুল হক গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) আলতাফ হোসেন গোদাগাড়ী কাকনহাট তদন্ত কেন্দ্রে অবস্থান করে ও সার্বিক বিষয়টি তদন্ত করে লাশ ময়না তদন্তের জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

 

বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) আলতাফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন , মৃত ব্যক্তির পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ নাই । লাশটি ময়না তদন্ত শেষে মৃত, আবু বক্কারের বাসায় পৌছাতে রাস্তায় আছি বলে জানান।

 

এদিকে মৃত আবু বক্করের ছেলে হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি তার পিতার মৃত্যুর কথা নিশ্চিত করেন। তার পিতাকে পুলিশের হেফাজতে কোন কারনে মেরে ফেলা হয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন এ ধরনের অভিযোগ আমার নেই।

 

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) হাসমতের সাথে যোগাযোগ করা হলে তিনি আবু বক্করের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি নির্বাচনী ডিউটিতে বাইরে আছি আবু বক্কর একজন মাদক ব্যবসায়ী ও সেবন কারি। তাকে সহ তিনজনকে আধাকেজি গাাঁজাসহ আটক করা হয়েছে। সে পূর্ব হতেই অসুস্থ ছিলো এটা এলাকার সবাই জানে। পুলিশ হেফাজতে পুলিশের কোন গাফলতি বা অনিয়মের কারনে মৃত্যু হয়নি বলে জানান।

খবর২৪ঘন্টা/এম কে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST