গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ১৪২৫ বাংলা নববর্ষ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ নেওয়াজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক।
আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, রাজশাহী জেলা পরিষদ সদস্য রবিউল আলম, সহকারী কমিশনার ভূমি সানওয়ার হোসেন, গোদাগাড়ী মডেল থানার ওসি তদন্ত আলতাফ হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, বাংলার ঐতিহ্য তুলেধরা সাংস্কৃতিক অনুষ্ঠান, আইন শৃঙ্খলাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।