নিজস্ব প্রতিবেদক :
আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নৌকা মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী গণসংযোগ করেছেন। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রাম থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারন জনগনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সবার হাতে হাতে তুলে দেন নৌকা প্রতীকের
পোস্টার। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছসেবক লীগ সভাপতি রোকনুজ্জামান রিন্টু, সাবেক যুগ্ম আহবায়ক শরিফ তুহিন, সাবেক সদস্য শামসুল আলম(হিটলার),গোদগাড়ী উপজেলা আওয়ামী লীগ বদিউজ্জামান,সম্পাদক আব্দুর রশিদ,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর পরে তিনি মাটিকাটা কলেজে ইসলামিক ফাউন্ডেশনের ইমামদের সাথে মতবিনিময় করেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে