রাজশাহীর গোদাগাড়ীতে ১ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬৪০ গ্রাম হেরোইনসহ নাসির উদ্দিন (৩৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর মিয়াপাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে গোদাগাড়ী উপজেলার মোহনপুর দরগাগাছিরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ী মাদকসহ অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক র্যাবের ওই দলটি গোদাগাড়ী উপজেলার মোহনপুর দরগাগাছিরা এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬৪০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী নাসির উদ্দিনকে আটক করে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এমন কর্মকাÐ করে আসছে বলে স্বীকার করেছে।
এস/আর