গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় ইউসুফ (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলার রাজাবাড়ী এলাকার আফজাল হোসেনের ছেলে ও এইসএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইউসুফ রাজাবাড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মহাসড়কের উপর শখের বসে ভ্যান চালাচ্ছিলো। এ সময় রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক আসলে ভ্যান
নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর