নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার অভয়া কামারপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসের ১০জন আহত হয়। আহতদের মাইক্রোবাসের বিভিন্ন অংশ কেটে ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় বের করা হয়। উদ্ধারের পরে তাদের গোদাগাড়ী উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধারে অংশ নেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বরযাত্রবাহী একটি মাইক্রোবাস পাবনা থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। অন্যদিকে পাথরবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। এ সময় গাড়ি
দু’টি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ১০ যাত্রীর মধ্যে ৪ জনই ভেতরে আটকা পড়ে। অন্যরা বাইরে বের হয়ে আসে। পরে মাইক্রোবাসের বিভিন্ন অংশ কেটে ভেতরে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, মুখোমুখি সংঘর্ষের ফলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে করে মাইক্রোবাসে থাকা ১০ জন যাত্রী আহত হন। এর মধ্যে চারজন যাত্রীর অবস্থা গুরুতর। গুরুত্বর চারজনসহ সকলকেই রাজশাহী হাসপাতালে তাৎক্ষনিক পাঠানো হয় বলে জানান গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।
খবর ২৪ ঘণ্টা/এমকে