গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী সরমংলা খাঁড়ীতে গাছের সাথে দঁড়িতে ঝুলন্ত অবস্থায় জসিম (১৪) নামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। সে উপজেলার শাহাব্দিপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে তার মৃত দেহ উদ্ধার করে গোদাগাড়ী মডেল থানায় নিয়ে আসে।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হাসমত আলী জানান, দুপুর ১২ টার দিকে খবর পেয়ে সরমংলা খাড়ীতে গিয়ে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। প্রথমে আমরা তার নাম পরিচয় জানতে না পারলেও পরে তা জানতে সক্ষম হই। পরে তার মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ওসি আরো জানান, সে বুধবার দিবাগত রাত ১০ টার দিকে রাতে বাড়ী হতে বাবা-মার প্রতি অভিমান করে বের হয়ে যায় । সারারাত বাড়ীতে ফিরেনি। আজ সকালে তার সন্ধান পেয়ে লাশ উদ্ধার করা হয়। থানায় ইউডি মামলা হবে বলে জানান ওসি।
খবর ২৪ঘণ্টা/ নই