নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশ জেএমবি এর সক্রিয় সদস্য তরিকুল ইসলাম (৫৫) কে আটক করেছে র্যাব-৫। আটক জেএমবি সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কাদিকলা গ্রামের মৃত লোকমানল হকের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চক চাপাল এলাকা হতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশ এর সক্রিয় সদস্য তরিকুল ইসলামকে আটক করে।
এমকে