গোদাগাড়ী প্রতিনিধি : বেসরকারী স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারী করণের দাবীতে গোদাগাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সকাল ১১ টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।
গোদাগাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী একত্রিত হয়ে শিক্ষক সংগ্রাম কমিটির উদ্যোগে একটি মনববন্ধন শহীদ ফিরোজ চত্ত্বরে অনুষ্ঠিত হয়
গোদাগাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক রবিউল হকের নেতৃত্বে মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, জাতীয় পর্যায়ের ৯টি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ মৌর্চায় গঠিত সংগঠনের মাধ্যমে ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে শিক্ষক-কর্মচারী কমিটির সমন্বয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ