1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

গোদাগাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামে জমিতে পানি দিতে যাওয়ার জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই দোলোয়ার (২৫) এর ধানকাটা কাইদার আঘাতে বড় ভাই রাসেল (৩০) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই দেলোয়ার পলাতক রয়েছে। তারা মৃত নুর মোহাম্মদ আলীর ছেলে।

সোমবার বিকেল ৫ টার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। ইফতারির পর বিষয় টি জানাজানি হলে গোদাগাড়ী মডেল থানা পুলিশ বাড়িতে গিয়ে মৃত্যুদেহ উদ্ধার করে রামেকের মর্গে পাঠানোর জন্য থানায় নিয়ে আসে।

বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বেবী জানান,পারিবারিক পূর্বের জেরে ধরে আজ বিকেল সাড়ে চারটার দিকে ছোট ভাই জমিতে পানি দিতে যাওয়ার সময় তার বাম হাতে কাইদা চেপে ধরে থাকা অবস্থায় রাগারাগি করে বড় ভাইকে জড়িয়ে ধরতে যাই সেসময় কোন ভাবে বড় ভাইয়ের বুকে কাইদা ঢুকে গেলে উচ্চ রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরা দু’ভাই বাসুদেবপুর পাইকোড়তলা মোড়ে একটি কসমেটিকের দোকানে একত্রে ব্যবসা করে ।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। লাশটি রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team