গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ইশরাত জাহান ঐশী (২৭) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী সাকীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ঐশীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে গোদাগাড়ী থানা (ওসি তদন্ত) আলতাব হোসেন নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঔশীর স্বামী সাকীব জানায় সোমবার রাতে তারা এক সঙ্গে ঘুমিয়ে যায়। রাত তিনটার দিকে সাবিক ঐশীকে ডাকলে কোন সারা শব্দ না পেয়ে বাড়ির অন্য সদস্যদের ডাকে। সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে নিহত ঐশীর গলায় দাগ রয়েছে। তাই স্বামী সাকীবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আশা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ