বুধবার বিকেলে গোদাগাড়ী পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক শহীদ ফিরোজ চত্ত্বরের পাশে অবস্থিত দিলখোশ হোটেলে এই অভিযান পরিচালনা করে পঁচা খাবার ধ্বংস করা হয়।
গোদাগাড়ী পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক এই প্রতিবেদককে বলেন, বুঝবার বিকেলে
রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভাধীন ডাইংপাড়া মোড়ে কয়েকটি ঝুকি ভিত্তিক খাদ্য প্রতিষ্ঠান ( মিষ্টান্ন ভান্ডার) পরিদর্শণকালীন কিছু খাবার অযোগ্য মিষ্টি , টক দই ও পঁচাবাসি রান্না করা মাংস ধ্বংস করা হয় এবং নিরাপদ খাদ্য অাইন ২০১৩ অনুযায়ী সতর্ক এবং পরবর্তীতে স্বাস্থ্য শিক্ষা প্রদান ও অাইনটি ব্যাপক প্রচারের জন্য লিফলেট বিতরণ করা হয়।
তিনি আরও বলেন এই অভিযান গত কয়েকদিন হতে চলছে এবং এটা অব্যহত থাকবে। প্রথম দফায় সচেতনতা ও সতর্ক করা হচ্ছে এতে ব্যবসায়ীরা কথা না শুনলে পরবর্তিতে জেল জরিমানা করা হবে বলে জানান।খবর২৪ঘণ্টা.কম/নজ