গোদাগাড়ী প্রতিনিধি: জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচীর আওহায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কালাজ্বর নির্মূল জোরদার করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (প্রেমতলী) কেন্দ্রে গোদাগাড়ী উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. ফরিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসেন্ড বাংলাদেশের প্রধান ডা. বেনজীর আহম্মেদ।
বেসরকারী উন্নয়ন সংস্থা এসেন্ড এর আয়োজনে অবহিতকরণ সভায় এসেন্ড এর কর্মকর্তারা কালাজ্বর বিষয়ে জনসচেতনা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে কালাজ্বর কি? কেনো হয়। কালাজ্বরের উপসর্গ কি? কিভাবে কালাজ্বর হতে মুক্ত থাকা যায়, কোথায় চিকিৎসা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণে আরো কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা ও মতামত নেওয়া হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর ডা. হাবিবুল্লাহ আহসান তালুকদার, গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী সহকারি কমিশনার (ভূমি) মোছা: নাজমুন নাহার, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোঃ বিল্লাল হোসেন, ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের সারভিলেনস মেডিকেল কর্মকর্তা ডা. ফারহানা হক, সিভিল সার্জন রাজশাহী অফিসের সারভিলেনস কর্মকর্তা ডা. শরিফ মো: কাফী, এনটোমোলজিকাল বিশেষজ্ঞ দিলরুবা শাহরিয়ার কবির, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এম. আবদুল বাতেন, প্রেমতলী পুলিশ তদন্ত ইনচার্জ শিশির কুমার, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন সুধিজন।
খবর২৪ঘন্টা/নই