গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে পান্না ২২ নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।এলাকার কেউ বলছেন আত্নহত্য আবার কেউ বলছেন পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।ঘটনাটি ঘটেছে পৌরএলাকার সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামে।মৃত্যু গৃহবধূ পান্নার স্বামী হলে মাহাবুল পেশায় একজন টাইসল মিস্ত্রী।
সোমবার বিকেলে ওই বাড়ী গিয়ে দেখাযায় মৃত পান্না নিথর দেহখানা পড়ে আছে বাসায় কাউকে দেখা যায়নি। মৃত্যু সম্পর্কে কেউ কোন কথা বলতে চাই না।নিহত পান্নার স্বামী মাহবুল কেউ পাওয়া যায়নি।তবে এলাকাবাসী বলছেন মেয়েটিকে ব্যাপক মারধর করেই মেরে ফেলা হয়েছে।পান্নার শাশুড়ি রুমালী বলেন, আমি বাড়ীতে ছিলাম না বাসা হতে বাইরে ছিলাম আশেপাশের লোকজন খবর দিলে আমি বাড়ীতে এসে লাশ দেখতে পাই।পান্নার নানী শাহানারা বলেন, আমার নানীতে মেরে ফেলা হয়েছে তার গায়ে ও গলায় আঘাতের চিহ্ রয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।এলাকাবাসী বলেন পান্নার শাশুড়ি খুব বদ মেজাজী কারোসাথে মিল নেই তার সাথে লোকজনের চলাফেরাও তেমন নাই। খবর ২৪ঘণ্টা/ নই