রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একই সময়ে পৃথক তিন কৃষকের খড়ের পালাই আগুন লাগিয়েছে দুবৃত্তরা। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়।শুক্রবার দিবাগত রাত ১২ টাকার দিকে উপজেলার কাজিপাড়া গ্রামে পৃথক তিন কৃষকের খড়ের পালাই আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগি আনিসুর রহমান জানান, রাত ১২টার দিকে প্রতিবেশির আগুন আগুন চিতৎকারে ঘুম ভাঙ্গে। বাইরে বের হয়ে দেখি একই সাথে তার নিজের পাশের খড়ের দুই পালা, মো. শহিদের দুই পালা এবং রাস্তার ওপারে জহিরুলের খড়ের পালাই আগুন জ¦লছে।
এ সময় গোদাগাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এক ঘণ্টা পর রাত ১টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন পৃথক স্থানে হওয়ায় ফায়ার সার্ভিস এবং প্রতিবেশিদের মিলে আগুন নেভাতে হিমশিম খেতে হয়। রাত তিনটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
ততক্ষণে তার নিজের প্রায় ২০ হাজার, প্রতিবেশি শাহিদের ৩৫ হাজার এবং আরেক প্রতিবেশি জহিরুলের ২৫ হাজার খড় পুড়ে যায়। এতে তিন জনের প্রায় ৪ লাখ টাকার খড় পুড়ে ছাই হয়ে যায়।
গ্রামের বাসিন্দারা জানান, এটি অনাকাঙ্খিত কোন দুর্ঘটনা না। এটি একই সময়ে পৃথক তিন স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এটি পরিকল্পিত এবং শত্রুতা করে এ ঘটনা ঘটিয়েছে দৃর্বৃত্তরা।
গ্রামে মাঝে মাঝেই চুরির ঘটনা ঘটে। গ্রামের এক মাথায় পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে লোকজনকে আগুন নেভাতে ব্যস্ত রেখে ফাঁকা বাড়িতে চুরি ডাকাতি করার পরিকল্পনা হতে পারে বলে ধারণা করছেন এই গ্রামের বাসিন্দারা। এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে এলাকায়।
এস/আর