নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ে গোদাগাড়ী উপজেলাধীন কাকঁনহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের আনসার ও ভিডিপি দলনেত্রী আফরোজা খাতুনের নিজ উদ্যোগে জনগনের মাঝে মাস্ক ও জেলার উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে কার্যালয়ের সামনে এ মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত
ছিলেন, গোদাগাড়ী উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সুফিয়া খাতুন ও উপজেলা প্রশিক্ষক রফিকুল ইসলাম এবং উপজেলা আনসার ও ভিডিপির দলনেতা/দলনেত্রীগন। এ সময় গোদাগাড়ী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুফিয়া খাতুন জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক প্রচারনা অব্যাহত থাকবে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।