
গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা যুবলীগের হাত ধরে আওয়ামীলীগের পতাকা তলে আসলেন বিএনপির প্রায় ৩৫ জন নেতাকর্মী।
জানাযায়, মঙ্গলবার বিকেলে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা হুজরাপুর উচ্চবুদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
এই সভায় ওই ইউনিয়নের বিএনপির আদর্শে থাকা যুবদলের প্রায় ৩৫ জন স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের সফলতা ও আওয়ামীলীগের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগে যোগদান করেন।
এই সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা দেখা যায়।
গোদাগাড়ী উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জানান, যুবলীগের হাত দিয়ে বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করার ফলে আওয়ামীলীগের নেতৃত্বের বর্হির প্রকাশ ঘটলো। যোগদানকৃত নেতাকর্মীরা যুবদলের সাথে সম্পৃক্ত ছিলো তারা এখন থেকে আওয়ামী আদর্শে যুবলীগের হয়ে কাজ করবে বলে বিশ্বাস করেন এই যুবলীগ নেতা।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো এহসান কবির রাজেস, সম্পাদক মন্ডলির সদস্য সানোয়ার হোসেন বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশাররফ বাবু, পৌর ছাত্রলীত সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।খবর ২৪ঘণ্টা/ নই