গোদাগাড়ী প্রতিনিধি: করোনা দূর্যোগ মোকাবেলায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষকদের মাঝে সেচ প্রণোদনার সেচ কার্ড বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তে সেচ কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ, বিএমডিএ গোদাগাড়ী জোনের সহকারী প্রকৌশলী মো: জিল্লুর বারী, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ খায়রুল ইসলাম।
বিএমডিএ গোদাগাড়ী জোনের সহকারী প্রকৌশলী মো: জিল্লার বারী জানান, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত গোদাগাড়ী উপজেলার কৃষকদের আউশ মৌসুমে সেচ প্রণোদনা স্বরুপ ৪৬ লক্ষ ৯৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। যা উপজেলার ৭১৪ টি গভীর নলকূপ ও ভূ-উপরিঃস্থ ৬০ টি পাম্পের আওতায় প্রায় ২০ হাজার ৪৭০ জন কৃষক এই সুবিধা পাবেন। এই প্রণোদনা বরাদ্দ হতে প্রায় ৯ হাজার হেক্টর জমি বিনামূল্যে সেচের আওতায় আসবে বলে জানান।
খবর২৪ঘন্টা/নই