গোদাগাড়ী(রাজশাহী )প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার জাহানাবাদ গ্রামে দোকান ঘরে অসামাজিক কার্যকলাপে জড়ীতর সময় তরুন ও তরুনীকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে এলাকাবাসী বাসী।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামের দোকান মালিক আব্দুর রাজ্জাকের ভাড়া দেওয়া দোকানে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দুপুরে আব্দুর রাজ্জাকের ভাড়া দেওয়া দোকানে তারেক নামের এক তুলা ব্যবসায়ীকে ভাড়া দিয়ে রেখেছে। বৃহস্পতিবার দুপুরে ওই দোকানে চাঁপাই নবাবগঞ্জ জেলার মনকষা গ্রামের এক অটোচালক গোদাগাড়ী উপজেলার চর আষাড়ীয়াদহ গ্রামের এক জনৈক তরুনীকে দোকানে ঢুকিয়ে গেট লাগিয়ে অসামাজিক কাজে লিপ্তহয়।
এই সময় স্থানীয়দের নজরে আসলে হাতে নাতে আটক করে উত্তম মাধ্যমদিয়ে ঘিরে রাখে। পরে গোদাগাড়ী থানা পুলিশকে খবর দিলে এসআই আব্দুস সালাম তাদের আটক করে থানায় নিয়ে যায়।
তবে ছেলে ও মেয়ের সাংবাদিকদের নাম ঠিকানা দিতে কাজের অজুহাতে নাটকিয়তা করে এসআই আব্দুস সালাম। এতে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন, গোদাগাড়ী মডেল থানা পুলিশের ওসি মোঃ জাহাঙ্গির আলম।খবর ২৪ঘণ্টা/ নই