নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আখ খেত থেকে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মালেকা বিবি (৭৫)। তিনি উপজেলার মাটিকাটা বাইপাস গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, এই বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করতেন। তিনি গত ১৮ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কদমহাজির মোড় এলাকার একটি আখ খেতে তার লাশ পাওয়া যায়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, সকালে আখ খেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, অন্তত এক সপ্তাহ আগে মালেকা বিবির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশে পচন ধরায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বোঝা যায়নি। বিষয়টি ময়নাতদন্তের পর বলা যাবে।
পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে বলেও জানান ওসি হিপজুর আলম মুন্সি।
খবর২৪ঘণ্টা.কম/রখ