গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী – চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত যুবক (২৯) নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোদাগাড়ী মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। মৃতদেহটি পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নেওয়া হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার এসআই আব্দুস সালাম জানায়, বিকেল সাড়ে ৫ টার দিকে নিহত অজ্ঞাত যুবক দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছিলো এই সময় চাঁপাইনবাবগঞ্জ হতে ছেড়ে আাা রাজশাহী গামী দ্রুত গতির ট্রাকটি ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে।
স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশ কে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করালে চিকিৎসায় মৃত ঘোষণা করে। তবে নিহত যুবকের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। স্থানীয়রাও তাকে চিনতে পারেনি।
মৃতদেহটি সন্ধ্যা পর্যন্ত পুলিশ হেফাজতে হাসপাতালেই ছিলো বলে জানাগেছে।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।