নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইন ও ১০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলো, নাটোর জেলার লালপুর থানার বিলবাড়িয়া গ্রামের মৃত রহমাতুল্লাহর ছেলে রনজিত প্রামানিক (৬০), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেবিনগর উজ্জলতলা গ্রামের মৃত নুহ মন্ডলের ছেলে আনারুল ইসলাম (৫০) ও গোদাগাড়ী উপজেলার হঠাৎপাড়া
এলাকার আব্দুস সাত্তারের ছেলে তমাল (২২)। রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোদাগাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ১০৫ গ্রাম হেরোইন ও ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/আর