রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সহড়াগাছী রেলগেট মোড় হতে দুইজন মাদক ব্যবসায়ীকে ৪৫ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মো: ফজলে রাব্বি (৩০) ও মো: আবু সাঈদ (২৫)। মো: ফজলে রাব্বি রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া (কাঁঠালতলা) গ্রামের মৃত আলহাজ্ব জিন্নাত আলীর পুত্র। মো: আবু সাঈদ একই জেলার একই থানার একই গ্রামের মো: ইলিয়াস আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সহড়াগাছী রেলগেট মোড় হতে সাগুয়ান ঘুমটিগামী পাকা রাস্তার ধারে নজরুলের মুদির দোকানের সামনে তিনজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ রাতে অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত সাড়ে ১২ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: ফজলে রাব্বির দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পাশের্বর পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে রক্ষিত বাদামি বর্ণের গুড়া পদার্থ হেরোইন ২৪ গ্রাম এবং মো: আবু সাঈদের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচা হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে রক্ষিত বাদামি বর্ণের গুড়া পদার্থ হেরোইন ২১ গ্রাম-সহ তাদেরকে গ্রেফতার করে।
অপর এক সহযোগী মাদকব্যবসায়ী মো: ইয়াকুব আলী (৩০), পিতা-মো: তোজাম্মেল, সাং-উজানপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
বিএ/