রাজশাহীর গোদাগাড়ীর রেল গেট কসাই পাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ফেব্রুয়ারি) আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে রাজশাহীর দিক থেকে আসা তিনজন মোটরসাইকেল আরোহী কে চাপাই থেকে ছেড়ে আসা হানিফ গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা গোদাগাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জানা যায় স্পটে একজন মারা যায় রাজশাহী নিয়ে যাওয়ার পথে আর একজন মারা যায় অপরজন গুরুতর আহত।
নিহতারা হলেন. সাদিকুল ইসলাম ৩৫ পিতা সাবের আলী, স্পটেই মারা গেছে। রাজ্জাক আলী ৪০ পিতা মৃত তুমির উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যায়। গুরুতর আহত রায়হান ৩৫ পিতার লুৎফর রহমান উভয়ের ঠিকানা চান্দুরা তানোর।
বিএ/