নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রমজান আলী নামের আরো এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল বিকেলে তার শিশুসন্তান মেয়ে রাফিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় আহত রমজান আলী মারা
গেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে রাজশাহী থেকে গোদাগাড়ী উপজেলায় বিয়ের দাওয়াত খাওয়ার জন্য প্রাইভেটকারযোগে বেশ কয়েকজন যাচ্ছিলেন। পথে তারা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর নামক স্থানে পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে কারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৫জনের মৃত্যু হয়.।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ জন।
এমকে