গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হযেছে। প্রেমতুলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নিত্য কুমার এ তথ্য নিশ্চিত করে, বলেন নিহত শরিফ গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের পূজাতলা গ্রামের হাবিবুর রহমান ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, এটি আসলে হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে রহস্য আছে। তবে কিছুদিন থেকে তাদের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত সাড়ে আটার দিকে পরিবারের লোকজন তার নিজ শয়ন কক্ষে তীরের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত
অবস্থায় দেখে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।শুক্রবার সকালে পরিবারের লোকজন দাফনের পূর্বে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রামেক হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা এর রহস্য উৎঘাটন হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আর/এস