রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর এলাকায় রাজশাহী – চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সন্ধ্যা সাড়ে ৫ টায় রাজশাহী থেকে চাপাইনবয়াবগঞ্জ যাওয়ার পথে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রী নিয়ে বাসটিতে চাপাইনবয়াবগঞ্জ যাচ্ছিল। বসন্তপুর এলাকায় পৌছালে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসটি পুড়ে গেলেও যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
আগুন সন্ত্রাসীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ শুরু করেছে।
বিএ/