নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৮০০ গ্রা হেরোইন ও ৩০০ পিস ইয়াবাসহ রাজু আহমেদ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের আব্দুল মান্নান সেন্টুর ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আজ রাত ২ টার দিকে গোদাগাড়ী থানাধীন বিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজু আহম্মেদকে ৮০০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে